|
ABOUT US |
|
|
Vromon Bangladesh started it's operation back in 1999 by some of the explorer of Keokaradong expedition. Over the Year now we have many exotic events coming up round the year. WE ARE NOT A COMMERCIAL ORGANIZATION.
Promote Tourism of Bangladesh and Adventure Sports in Bangladesh . WE ARE NOT A COMMERCIAL ORGANIZATION!
As we notice that there are a number of members continuously posting various types of articles and events in this page/group and our honorable valuable members are suggesting us to impose rules & regulations for the page/group, the core committee of Vromon Bangladesh has decided to follow the following rules strictly. Dear member, we are suggesting you to read these very carefully.
1. Any thing related to other than tourism (adventure or pleasure) can not be placed on the page/group wall.
2. Post related to commercial tourism is strictly prohibited
3. Posting of Photos which may resume contradictory utterance will be subjected to immediate removal. In this case everyone have to get permission from the person who appears in the picture.
4. Any advertisement, web link related to advertisement, jokes with no connection to tourism will be subjected to clear removal.
5. Face book IDs which are responsible for the above mentioned rules will be subjected to 'ban' without any prior notice/warning.
These rules are effective from 00 hour 17 August 2011.
|
|
|
আমাদের কথা |
|
থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে
কেমন করে ঘুরছে মানুষ, যুগান্তরের ঘূর্ণিপাকে-
ছেলেবেলায় শেখা এই কবিতাটি মনের ভেতরে যেন সুপ্ত হয়েছিল । তাই বেরিয়ে পড়ার সুযোগ আসা মাত্রই ছুটে বেরুই ঘর থেকে । শুধু পাঠ্য বই কিংবা বই পড়ে নয়, নিজের দেশকে এবার দেখব বাস্তবে, দেশেরমানুষকে জানব তাদের কাছে গিয়ে-অনেকটা এই রকম একটি ভাবনা থেকেই বেরিয়ে পড়েছিল আমাদের পাঠচক্রের বন্ধুরা । আমাদের পাঠ চক্র সংগঠনের পরিচালক দিপু ভাইয়ের হাত ধরে পাঠ চক্রের বন্ধুরা আজিমপুরস্থ বড়দায়রা শরীফের ছোট পরিসর থেকে একদিন বেড়িয়েছে প্রিয় মাতৃভূমির অনেক অজানা প্রান্তে ।
দিপু ভাইয়ের হাত ধরে ১৯৯৬ সাল থেকে পাঠ চক্রের অনেক বন্ধুরা ঘুরে বেড়িয়েছে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ির বিভিন্ন অঞ্চল, নিম্নচাপ থাকা সত্ত্বেও অপরূপ সেন্টমার্টিন দ্বীপ, দেখতে গিয়েছে ১০ নম্বর মহাবিপদ সংকেতে কক্সবাজারের টেকনাফ অঞ্চল ।
এরপর বিভিন্ন সময়ে ছুটি পাওয়া মাত্রই বেরিয়ে পড়েছে আমাদের পাঠ চক্র এর বন্ধুরা। দিপু ভাইয়ের বাসায় পাঠ চক্রে- অসত্যের শৃঙ্খল ভেঙ্গে সত্য আসুক মুক্ত হয়ে। আসুন আমরা ভাবতে থাকি কিভাবে হিলারি তেনজিংয়ের উত্তরসূরি হতে পারি ও The difficult we do immediately theimpossible takes a little longer এই তিনটি লেখাকে সামনে রেখে তরুণ প্রজন্মকে অ্যাডভেঞ্চার স্পোর্টস-এ উদ্বুদ্ধ করার জন্য প্রচেষ্ঠা চালান ।
১৯৯৮ সালে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় চূঁড়ায় ওঠার চেষ্টা করে ব্যর্থ হন দিপু ভাই ও তার দল। ১৯৯৯ সালের মে মাস থেকে আবার শুরু হয় অনুশীলন। কয়েক মাস অনুশীলনের পর আমাদের পাঠ চক্র এর বন্ধুরা শুরু করে বান্দরবানে অবস্থিত বাংলাদেশের সবচাইতে উঁচু পাহাড় কেওক্রাডং অভিযান। কেওক্রাডং এর চূঁড়ায় ওঠার পর সানী ভাই ভ্রমণে অংশ নেয়া ১৩ জনকে অনুরোধ করেন আমাদের পাঠ চক্রের সহযোগী ভ্রমণ সংগঠন হিসেবে "ভ্রমণ বাংলাদেশ" নামে ক্লাব প্রতিষ্ঠার জন্য। সবাই একমত প্রকাশ করে এবং এভাবেই গঠিত হয় "ভ্রমণ বাংলাদেশ"।
ভ্রমণ বাংলাদেশ থিম সং
কথা- নাসিমা খান, সুর- সেলিম আশরাফ
এই যান্ত্রিক জীবনের গন্ডি ছেড়ে
চলনা পাহাড়ে বনে নীল সাগরে
চল যাই চল যাই...!!!!
বঙ্গোপসাগরে সাম্পানে সাদা পাল তুলে
শহরের কোলাহল ক'দিনের তরে যাই ভুলে
সাগরের সাথে গলা মিলিয়ে
সবটুকু অনুরাগ বিলিয়ে
একটুকু সুখের গান গাই
চল যাই চল যাই...!!!!
জঙ্গলে পাহাড়ে রাঙ্গামাটি কাপ্তাই হ্রদে
সুন্দরবন মাঝে নির্জন বন জনপদে
হারাবার সুখে যাব হারিয়ে
সেই পথে আছি পা বাড়িয়ে
একটু সময় শুধু চাই
চল যাই চল যাই...!!!!
ভ্রমণ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সদস্যদের নামের তালিকা
এসজি কিবরিয়া দিপু
মো: আওলাদ হোসেন বুলবুল
মোমতাজ উদ্দিন আহম্মেদ
মীর শামছুল আলম বাবু
সাইফুস সাঈদ সানী
আসিফ এহসান ইমন
নাঈম ইকবাল খাঁন সোহাগ
আব্দুল কাদের রাশেদ
মোঃ ওয়াসিমউদ্দিন সুমন
তোয়াসিম আহম্মেদ রানা
কাজী হাসান আব্বাস রাব্বি
কাজী মোক্তার আব্বাস জুয়েল
রবিউল হাসান খান মনা |
|
|
|
|